Success Story of Panacea Publication

University admission books

লিখিত মন্তব্য

revive
তাবিয়া তাসনিম মৃত্তিকা
( 27-Jul-2024 )

আসসালামু আলাইকুম, আমি তাবিয়া তাসনিম মৃত্তিকা। ২০২১-২০২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি- ইউনিটে ’২য় স্থান’ অধিকার করেছি। আমার সাফল্যের শতভাগ কৃতিত্ব মহান আল্লাহ রব্বুল আলামীনের। আমি কৃতজ্ঞ আমার বাবা মায়ের প্রতি, আমার শিক্ষা জীবনের সকল শিক্ষকদের প্রতি যারা ছিলেন আমার জীবনে আলোক বর্তিকা স্বরূপ। লেখাপড়া, নীতি-নৈতিকতা,মূল্যবোধ, আধুনিকতা সবকিছুর সম্মিলিত শিক্ষা দিয়ে যারা আমাকে বানিয়েছেন একজন পরিপূর্ণ মানুষ কিংবা একজন ভালো শিক্ষার্থী। যেহেতু ভর্তি পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই তাই গোছানো প্রস্তুতির জন্য অভিজ্ঞদের দিকনির্দেশনা অনেক গুরুত্বপূর্ণ। প্যানাসিয়া পাবলিকেশন্স এর বইগুলো যথেষ্ট সাজানো-গোছানো ৮০-৯০% প্রস্তুতি এতেই হয়ে যায়। তবে বাকি ১০-২০% নিজের, আবার ও বলছি একবারে নিজের স্ট্রাটেজি। সেরাদের সেরা হতে হলে ঐ ১০-২০% নিজেকে কাভার করতে হবে। আমার ছোট ভাই-বোনদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার জন্যও সবাই দোয়া করবেন যেন চূড়ান্ত জীবনে সফলতা অর্জন করতে পারি। তাবিয়া তাসনিম মৃত্তিকা, ঢাবি, বি-ইউনিট (২য়), ২০২১-২০২২ সেশন।

revive
অয়ন চক্রবর্তী
( 27-Jul-2024 )

আমি অয়ন চক্রবর্তী, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় খ—ইউনিটে ১ম স্থান অর্জন করেছি। পরম করুণাময়ের অপার কৃপা, বাবা—মা, শিক্ষক ও গুরুজনদের আশীর্বাদকে পুঁজি করে আমার এ সাফল্য অর্জন সম্ভবপর হয়েছে। পাশাপাশি আমি বিশেষভাবে কৃতজ্ঞ প্যানাসিয়া পাবলিকেশন্স এর বইগুলোর প্রতি। কারণ আমি আমার ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম থেকেই প্যানাসিয়ার বইগুলোর প্রতি বিশেষভাবে নির্ভরশীল ছিলাম। আমি যেহেতু ভর্তি পরীক্ষায় রিটেন অংশ নিয়ে ভীত ছিলাম তাই প্যানাসিয়ার বইগুলোর রিটেন অংশগুলো ভালোভাবে পড়েছি। বিশেষভাবে বাংলা প্যানাসিয়া, রিটেন প্যানাসিয়া, জিকে প্যানাসিয়া, গুচ্ছ প্যানাসিয়া এ বইগুলো আমাকে বিশেষভাবে সাহায্য করেছে। পাশাপাশি বইগুলো খুব ভালভাবে শেষ করতে পারায় আমার ভর্তি প্রস্তুতি আশানুরূপ ছিল। আমার অনুজদের প্রতি পরামর্শ থাকবে তোমরা উচ্চ মাধ্যমিক থেকে এই বইগুলো দেখতে পার এবং তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এ বইগুলো যদি সাথে রাখতে পার তাহলে মনে হয় তোমাদের ভর্তি প্রস্তুতি খুব ভালো হবে। অয়ন চক্রবর্তী, ঢাবি খ-ইউনিট (১ম), ২০২২-২৩ সেশন

revive
হাবিবুর রহমান আল হাসান
( 27-Jul-2024 )

আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান আল হাসান। পরম করুণাময় মহান আল্লাহর রহমতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঘ-ইউনেটে ’২য়’ স্থান অধিকার করেছি। আমার এই সফলতার পিছনে মহান রবের বিশেষ অনুগ্রহ, বাবা-মা, শিক্ষকদের দোয়া ও সহায়তা এবং নিজের প্রচেষ্টার পাশাপাশি কিছু বইয়ের ও বিশেষ অবদান আছে। বইগুলোর মধ্যে প্যানাসিয়া সিরিজ অন্যতম। আমি প্যানাসিয়া সিরিজের বইগুলো পড়েছি এবং আশা করি যারা জুনিয়র আছে তারাও এসব বই থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। হাবিবুর রহমান আল হাসান দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা ঢাবি, ঘ-ইউনিট (২য়) সেশন ২০২১-২২ ঢাকা বিশ্ববিদ্যালয়

revive
”আশরাফুল ইসলাম”
( 27-Jul-2024 )

আমি আশরাফুল ইসলাম, ২০২২—২৩ সেশনে ঢাবি সি— ইউনিটে ২য়, বি—ইউনিটে ৪র্থ ও রাবিতে মানবিক বিভাগ থেকে ১ম স্থান অর্জন করায় সর্বপ্রথম মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আব্বু—আম্মুর প্রচেষ্টার পাশাপাশি প্যানাসিয়া পাবলিকেশন্স এর বইগুলো আমার এ অর্জনে সহায়তা করেছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্ততির জন্য প্যানাসিয়ার বর্তমান সিরিজের বইগুলি অসাধারণ ও অনবদ্য। অনুজরা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্ততির জন্য প্যানাসিয়ার এক সেট বই পড়লে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে বলে আমি আশা পোষণ করি।